ব্রাহ্মণবাড়িয়ায় তিনশত বস্তা ওএমএস চাউলসহ ৩ জন আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সরকারী ও এমএস চাউলসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মোঃ শামছুল আলম পাটোয়ারির নেতৃত্বে জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-১৩-০৭৬৮ থেকে আনুমানিক ৩শ বস্তা চাউল জব্দ করে।
এ সময় ট্রাকের চালক রবিউল আলম শাহিন, হেলপার মাসুম মিয়া ও লেবার ওয়াহিদকে আটক করা হয়। আটককৃত চাউলের মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা। আটককৃতরা জানায়, এ চালগুলো ট্রাকে লোড করে জেলার নাসিরনগরের জুলহাস মিয়ার দোকান জুলহাস ট্রেডার্স থেকে লেটের চুনারুঘাট নিয়ে যাওয়া হচ্ছিল।
এ বিষয়ে ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ গোলাম কবীর জানান, বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। টাস্কফোর্সের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে।
আপনার মন্তব্য লিখুন