ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ সংর্ঘষে নিহত১
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ , ১ অক্টোবর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নিজস্ব প্রতিনিধি : ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুরে ফারুক মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকালে দূর্ঘটনায় নিহত ফারুক চট্টগ্রামের পতেঙ্গার সবিউল আহমেদের ছেলে।
হাইওয়ে পুলিশ জানান, সকালে একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে সুলতানপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা ফারুক মিয়া ঘটনাস্থলে নিহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য লিখুন