আশুগঞ্জে আনিছুর রহমানের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নিজস্ব প্রতিবেদক : আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আশুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হাজী মোঃ আনিছুর রহমানের উদ্যোগে জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের বিওসি ঘাটে আনিছুর রহমানের ব্যাক্তিগত কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান হাজী মোঃ আনিছুর রহমান।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হাজী আবু হানিফ, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ (সুমন), হাবিবুর রহমান, শহীদ আলম, স্বপন, ফারুক মিয়া, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রুমন, আল আমিন, মাহবুবুর রহমান, কৃষকলীগ নেতা আইয়ুব মেম্বার, শ্রমীকলীগ নেতা রফিক, দূর্গাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক শাহীন মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী মিসু, সুমন, তোফায়েল, আক্তার হোসেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর র্দীঘায়ু কামনা করা হয়। পরে কেক কাটেন অতিথিরা।
আপনার মন্তব্য লিখুন