আখাউড়ায় বিএনপি নেতা শাহজাহান চৌধুরী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
আখাউড়া প্রতিনিধি : আখাউড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। শুক্রবার রাতে দক্ষিন ইউনিয়নের নুরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি নুরপুর গ্রামের বাচ্চু চৌধুরীর ছেলে। এসময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে আখাউড়া থানাসহ দেশের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, পুলিশের উপর হামলার ঘটনাসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসাবে তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃত শাহজাহান চৌধুরীর ভাই ইলিয়াছ চৌধুরী সাংবাদিকদের সাথে বলেছেন, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার অধিকাংশ নিষ্পত্তি হয়ে গেছে, যদি কোন মামলা থেকে থাকে তা থেকেও তার ভাই জামিনে মুক্ত রয়েছে।
আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুর আমিন বলেন, শাহজজাহানকে আদালতে প্রেরণ করা হবে।
আপনার মন্তব্য লিখুন