৭ই জুন, ২০২৩ ইং | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

জাতীয় পার্টি আজ আপনাদের পরিশ্রমে অনেক শক্তিশালী —কর্মী সভায় জামাল রানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরস্হ  টি.এ রোডে জাতীয় পার্টির অফিসে ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর ও বিজয়নগর) আসনের জাতীয় পার্টির নেতা কর্মীদের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।আজ বৃহস্হপতিবার সকাল ১১ টার শুরু হওয়া কর্মী সভায়  প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক  শাহ জামাল রানা। সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আবদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, আমাদের  কারো সাথে আমার কোন বিরোধ নেই।
সবার সাথে সু সম্পর্ক রয়েছে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর নেতৃত্বে আর
আপনাদের অক্লান্ত  পরিশ্রমে পার্টি আজ অনেক সু সংগঠিত হয়েছে। নেতা কর্মীদের আন্তরিক সহযোগিতায় গ্রামঞ্চলে তৃণমূল পর্যন্ত সর্বস্তরে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার হচ্ছে। সর্বস্তরে জাতীয় পার্টির নেতা কর্মীদের মধ্যে আবার প্রাণচাঞ্চল্য সৃস্টি হয়েছে।
ভোটাদের কাছে আজ  লাঙ্গলের জোয়ার দিনে দিনে দৃশ্যমান হচ্ছে। আপনারা মনে সাহস সঞ্চয় করুন। প্রধান অতিথী আরো বলেন, পার্টির চেয়ারম্যান আন্তরিকতায় আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -৩ ( সদর ও বিজয়নগর) আসনে মনোনয়ন পেলে জাতীয় পার্টির অবস্থান আরো শক্তিশালী হবে।
সদর উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক সাগর আহমেদ দারু’র উপস্থাপনায় কর্মী সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য শেখ মোঃ ইয়াছিন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ তোহা, যুগ্ম সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সদর উপজেলা জাতীয় ওলামা পার্টির সভাপতি মাওলানা আশিকুর রহমান খান, সাধারণ সম্পাদক সেলিম খান ওসমানী, মজলিশপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হিরন মিয়া, তালশহর পূর্ব ইউনিয়নে বিশিষ্ট সরদার হাবিব মিয়া ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রাশেদ আহমেদ রাশেদ, সদর উপজেলা জাতীয় নারী সমাজের সভাপতি ইসরাত জাহান ইয়াসমিন, সাধারন সম্পাদক শান্তা আক্তার, পৌর জাতীয় নারী সমাজের সভাপতি রোমানা আক্তার শ্যামলী, সাথী আক্তার, সুরমা আক্তার, শিরিন আক্তার, জেবা আক্তার প্রমুখ নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন