ব্রাহ্মণবাড়িয়ায় ৩ হাজার ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:২৯ পূর্বাহ্ণ , ২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩ হাজার পিস ইয়াবাসহ শিউলী বেগম (৩৫) নামক এক শীর্ষ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সদস্যরা সোমবার সন্ধ্যায় আখাউড়া উত্তর ইউনিয়নের করুয়াতলী গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানের সময় শিউল বেগম নামক এক মহিলাকে তল্লাশী করে ২ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ উদ্ধার করে। পরে রাতে শিউলীকে আখাউড়া থানায় সোপর্দ করা হলে তার বিরুদ্ধে মাদকের মামলা রুজু হয়।
এ ব্যাপারে আখাউড়া থানার (ওসি) তদন্ত আরিফুল আমিন জানান, উদ্ধারকৃত মাদকসহ বিরুদ্ধে মাদকের মামলা রুজু হয়। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছ।
আপনার মন্তব্য লিখুন