নাসিরনগরে ৫৩ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ , ২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নাসিরনগর প্রতিনিধি : ‘শিশুদের মেধা বিকাশেই আমাদের লক্ষ্য’এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের ২০১৭ সালের কৃতি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ শনিবার (২২ সেপ্টেম্বর) নাসিরনগর শিশু কানন চত্বরে এসোসিয়েশনের সভাপতি ও নাসিরনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলম,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইউনুস ,ইরফান চৌধুরী কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা রিয়াজুল ইসলাম চৌধুরী বকুল,রিতু রহমান কিন্ডার গার্টেনের পরিচালক শরীফুল হাসান সোহেল অভিভাবক জামাল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে ট্যালেন্টপুল,সাধারণ ও বিশেষ গ্রেডে ৫৩ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
আপনার মন্তব্য লিখুন