কসবায় দুর্ঘটনার ৬ ঘন্টা পর চট্টগ্রামের সাথে ট্রেন চলাচল শুরু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ , ২২ সেপ্টেম্বর ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোবারক হোসেন চৌধুরী নাছির : ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা রেলপথের কসবা ইমামবাড়ী স্টেশন এলাকায় একটি কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল দীর্ঘ ৬ ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শুরু হয়েছে। আখাউড়া ও লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে এই দীর্ঘ সময়ে উদ্ধার কাজ সমাপ্ত করেন।
এর আগে আজ শুক্রবার দুপুর সাড়ে বারটার দিকে চট্টগ্রাম-ঢাকাগ্রামী একটি কন্টেইনার ট্রেন কসবার ইমামবাড়ী রেলস্টেশন অতিক্রম করার পর হঠাৎ বিকট শব্দে ট্রেনটির ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাষ্টার মো:শোয়েব হোসেন ট্রেন চলাচলের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে চট্টগ্রামের সাথে ট্রেন চলাচল বন্ধ থাকায় আখাউড়া রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে ট্রেন আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে বলেও খবর পাওয়াগেছে। এ ব্যাপারে আখাউড়া রিলিফ ট্রেন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার কাজ সমাপ্ত করেন।
আপনার মন্তব্য লিখুন