আজমপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৬ পূর্বাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সিলেট রেলপথের আজমপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রুনা বেগম (২০) এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী হলো আখাউড়া উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামের আলী আফজল মীরের মেয়ে।
বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে। গত ২ মাস আগে আখাউড়া পৌরশহরের দেবগ্রামে রুনার বিয়ে হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, রুনা বেগম মানসিকভাবে অস্স্থ্যু ছিলেন। প্রায় সময়ই ঘর থেকে বের হয়ে যেতেন। বুধবার রাত ৩টার দিকে রুনা ঘর থেকে বের হয়ে যায়।
পরে পরিবারের অনেক খোজাখুজি করেও তার সন্ধ্যান পায়নি। সকালে স্থানীয় লোকজন আজমপুর স্টেশন এলাকায় রেললাইনের পাশে মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ সনাক্ত করে। আখাউড়া রেলওয়ের থানার (ওসি) শ্যামল ক্লান্তি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আপনার মন্তব্য লিখুন