মুক্তি পাচ্ছেন নওয়াজ শরীফ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতি মামলায় দোষ প্রমাণিত না হওয়ায় পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে মুক্ত করার নির্দেশ দিল সেদেশের আদালত। দশ বছরের কারাদণ্ড পেয়ে শরিফ জেলে গিয়েছিলেন। দুই মাস জেল খাটার পর ফের মুক্ত হতে চলেছেন।নওয়াজের পাশাপাশি তাঁর কন্যা মারিয়মের মুক্তি পাচ্ছেন।
গত জুলাই মাসে ঠিক পাকিস্তানের নির্বাচনের কয়েকদিন আগেই তাঁদের জেল হাজত হয়।। নওয়াজের পুত্র সফদার আওয়ানের এক বছরের ও কন্যা মারিয়মের সাত বছরের জেল হয়।
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁদের ফাঁসানো হয়েছে বলে শরিফ অভিযোগ করেন ও আদালতে মুক্তি পেতে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতেই এদিন ইসলামাবাদের উচ্চ আদালত এই রায় দিয়েছে।
কয়েকদিন আগেই লন্ডনে নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তারপরই এক সপ্তাহের মধ্যে এই রায় সামনে এল।
প্রসঙ্গত, পানামা পেপার্স কেলেঙ্কারি সামনে আসার পরে দুর্নীতি মামলায় নওয়াজের জেল হয়। ভোটের কয়েকদিন আগেই নওয়াজকে জেলে পুরে পাকিস্তানি সেনা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে বলে নওয়াজের দল অভিযোগ করেছে।
আপনার মন্তব্য লিখুন