বাঞ্ছারামপুরে কলেজ সরকারি করায় আনন্দ র্যালী ও নবীনবরন অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একমাত্র ডিগ্রী কলেজটি জাতীয়করনের পূর্ণাঙ্গ আদেশ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজ (বৃধবার) দুপুরে আনন্দ র্যালি করেছে কলেজটির শিক্ষক, ছাত্রছাত্রী ভিভাবকরা।একই সাথে একাদশ শ্রেনীর নবীনবরন অনুষ্ঠিত হয়।
এ সময় বাঞ্ছারামপুর ডিগ্রী কলেজের সদ্য সাবেক সভাপতি যুগ্মসচীব মো.সিরাজুল ইসলাম,বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্য ক্যা. এবি তাজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে আনন্দ র্যালিতে অংশ নেন।
উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সাইদ আহমেদ বাবু,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম,কলেজ অধ্যক্ষ আবদুর রহিম,যুবলীগ উপজেলার সভাপতি সাইদুর ইসলাম ভূইয়া বকুল,ছাত্রলীগ সভাপতি জুয়েল আহম্মেদ,সাবেক সভাপতি হুমায়ূর কবীর,মো.নাসিম,ভিপি বিল্লালসহ শত শত ছাত্র-ছাত্রী অভিবাবক উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন