আশুগঞ্জ প্রকল্প নির্মাণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নিজস্ব প্রতিবেদক॥ আশুগঞ্জ প্রকল্প নির্মাণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (রেজি নং-চট্ট ২৭৭৩) এর উপ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। মঙ্গলবার বিকেলে সোনারামপুর মজিবুর রহমানের নিজস্ব বাসভবন গ্রীন টাওয়ারে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের র্কাযনির্বাহী কমিটির সদস্য ও আশুগঞ্জ প্রকল্প নির্মাণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রধান উপদেষ্টা মজিবুর রহমান।
সভায় আশুগঞ্জ প্রকল্প নির্মাণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কার্যকরি কমিটির সাধারন সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়ার সাঈফুর রহমান মনি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক মুফতী নুরুল ইসলাম, আশুগঞ্জ প্রকল্প নির্মাণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কার্যকরি কমিটির সহ-সভাপতি ইসমাঈল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান, আশুগঞ্জ প্রকল্প নির্মাণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপ কমিটির সভাপতি ইঞ্জিঃ নিয়াজ মোঃ শামীম, সাধারণ সম্পাদক তানশেন প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন