২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

ভুল করে রাশিয়ার বিমান ভূপাতিত করেছে সিরিয়া

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ভুল করে রাশিয়ার একটি উপকূলীয় টহল বিমান ভূপাতিত করেছে সিরিয়া। গতকাল সোমবার সিরিয়ার আকাশে রাশিয়ার আইএল-২০ সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়। এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। ঘটনাটির জন্য ইসরায়েলকে দুষছে রাশিয়া।

মস্কো তথ্যের সত্যতা নিশ্চিত করেছে বলে গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়।

রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে আজ মঙ্গলবার বলা হয়, যদিও সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বিমানটি গুলি করে ভূপাতিত করেছে, ইসরায়েলের হামলাই এই ভুলের অন্যতম কারণ। বিমানটি যখন ভূপাতিত হয় তখন সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় শত্রুদের ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছিল। বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়।

রাশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল কনাশেনকভ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর অদায়িত্বশীল আচরণের জন্য ১৫ জন রুশ কর্মকর্তা হারিয়েছি আমরা। হামলা শুরু হওয়ার মাত্র এক মিনিট আগে ইসরায়েল সতর্ক করেছিল।

এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানায়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা থামাতে চেয়েছিল সিরিয়া। ভুলক্রমে রাশিয়ার এয়ারক্রাফটে আঘাত লাগে।

তবে ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন