ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত নেতা গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোবারক হোসেন চৌধুরী নাছির : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা জামায়াতের সেক্রেটারি আল আমিনকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, আল আমিন কসবা উপজেলা জামায়াতের সেক্রেটারি। তিনি জাজিসার গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে।
কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মৃণাল দেবনাথ জানান, রাতে অভিযান চালিয়ে আল আমিনকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কসবা থানায় একটি মামলা রয়েছে।
আপনার মন্তব্য লিখুন