২রা জুন, ২০২৩ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

কোথায় হারালেন ফ্যান?

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

অনলাইন ডেস্ক : ধরা যাক ক্যালিফোর্নিয়ায় লাল কার্পেটে হাঁটলেন কোনো হলিউডের অভিনেত্রী ও মডেল। এরপরই তিনি নাই হয়ে গেলেন। ব্যাপারটি সিনেমার গল্প মনে হলেও চীনের একজন মডেল ও অভিনেত্রীর ক্ষেত্রে তাই ঘটেছে। চীনের ওই মডেলের নাম ফ্যান বিংবিং।

শুধু চীনেই নন, বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে ফ্যান একজন। গত জুন থেকেই তাকে জনসম্মুখে আর দেখা যাচ্ছে না। সর্বশেষ তাকে জুনের প্রথম সপ্তাহে জনসম্মুখে দেখা গিয়েছিল। এরপরই তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ওঠার পরই হুট করেই নিখোঁজ তিনি। তিনি নিজেই সরে আছেন নাকি সরকারের কেউ না অন্য কেউ তাকে তুলে নিয়ে গেছে তা জানা যায়নি। তবে সরকারের পক্ষ থেকে ফ্যানের ব্যাপারে কিছু বলা হয়নি।

এর আগে ২০১১ সালেও চীনের এক শিল্পীকে পাওয়া যাচ্ছিল না। এরপরই ‘কর ফাঁকি’ দিয়েছেন-মর্মে স্বীকারোক্তি দেওয়ার পরই তিন মাস পর খোঁজ মেলে ওই শিল্পীর।

এ বছরের জুনের প্রথম দিকে তিব্বতে একটি শিশু হাসপাতাল দেখতে যান ফ্যান। এর ছবি ফ্যান নিজের ভ্যারিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন। এরপর তাঁকে আর জনসম্মুখে দেখা যায়নি।

এ বছরের জুনের প্রথম সপ্তাহে জনসম্মুখে দেখা গিয়েছিল ফ্যান। ছবি: এএফপিএ বছরের জুনের প্রথম সপ্তাহে জনসম্মুখে দেখা গিয়েছিল ফ্যান। ছবি: এএফপিমডেল, অভিনেত্রী ও গায়িকা হিসেবে ফ্যান শোবিজ জগতে অনেক পরিচিত নাম। ‘আয়রন ম্যান’ ও ‘এক্স ম্যান’ ফ্র্যাঞ্চাইজির তারকাকে ২০১৫ সালে টাইম ম্যাগাজিন ‘জনপ্রিয় অভিনেত্রী’র তকমা দেন। টুইটার ও চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে তার ফলোয়ার ৬ কোটি ৫০ লাখের বেশি। লাল গালিচা, মুভি প্রিমিয়ার ও ফ্যাশন শোতে সরব উপস্থিতির জন্য তাকে ‘ফ্যাশন আইকন’ ও ‘মহারানি’ বলা হয়ে থাকে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, চীনা সরকার ফ্যানকে আটকে রেখেছে। ২৮ জুলাই চীন তার দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করে। কেউ বলছেন চীনের কমিউনিস্ট পার্টির সমালোচনা করা তারকাদের ওপর প্রশাসন কড়া নজরদারি চালায়। ফ্যান বিংবিংও কমিউনিস্ট পার্টির রোষানলে শিকার। আবার অনেকে বলছেন, কার ফাঁকির কারণে আত্মগোপন আছেন তিনি। চীনের একটি ট্যাবলয়েডের এক খবরে ফ্যান বিংবিংয়ের কর ফাঁকির কথা বলা হয়েছে।

ফ্যান বিংবিংয়ের নিখোঁজের ফলে বিড়ম্বনায় পড়ছেন তার ছবির পরিচালকেরা। চীনা চলচ্চিত্র ‘আনব্রেকেবল স্পিরিট’র মুক্তি আগস্টে থাকার কথা থাকলেও তা অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

২০১৬ সালে বিশ্বের সেরা পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর তালিকায় পেছনে ফেলেছেন অ্যাঞ্জেলিনা জোলিকে। ওই তালিকায় তার স্থান ছিল পঞ্চম। ২০১৩ সাল থেকে ফোর্বসের সেরা ১০০ পারিশ্রমিক প্রাপ্ত চীনা শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। ২০০৬ সাল থেকেই এই তালিকার সেরা ১০-এ আছেন ফ্যানের নাম। তথ্যসূত্র: সিএনএন ও হাফিংটন পোস্ট।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন