বশেমুরবিপ্রবি’তে ভর্তি আবেদন শুরু ১৬ সেপ্টেম্বর
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ , ১৪ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
শিক্ষা ডেস্ক : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
আবেদন করা যাবে ২২ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২, ৩, ৯ ও ১০ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmrstu.edu.bd) থেকে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি ভর্তির আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ৯টি ইউনিটের অধীন বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগে সর্বমোট তিন হাজার ২৪৫ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।
ইউনিটগুলো হলো- এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এবং আই। এর মধ্যে ডি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর; এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ নভেম্বর; সি এবং এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর; এ, বি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য লিখুন