আশুগঞ্জে ১০টাকা কেজি মূল্যের চাউল বিক্রি শুরু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫০ পূর্বাহ্ণ , ১২ সেপ্টেম্বর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশুগঞ্জ প্রতিনিধি : ‘‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’’ এই শ্লোগান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০ টাকা কেজি মূল্যের চাউল বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা শহরের পূর্ব বাজারে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা।
আশুগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা আবু কাউছারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন, আশুগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এ কর্মসূচির আওতায় উপজেলার ৮ টি ইউনিয়নে ১০ জন ডিলারের মাধ্যমে ২ হাজার ৭শত ৮জন হতদরিদ্র কার্ডধারী পরিবারকে প্রতিমাসে একবার করে ১০ টাকা কেজি মূল্যের চাউল দেওয়া হবে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
আপনার মন্তব্য লিখুন