ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত, অগ্নিদগ্ধ ২
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে রান্না করার এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে ইলমা নামে আট মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর আলগা হাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইলমা ওই এলাকার নৌকার মাঝি রবিউল মিয়ার মেয়ে। এই ঘটনায় রবিউল মিয়া ও তার আরেক শিশু রাব্বী অগ্নিদগ্ধ হয়েছে। রাব্বীকে গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় রবিউল মিয়ার স্ত্রী রুমা আক্তার প্রতিদিনের মত ভোরে এলপি গ্যাসের চুলায় রান্না করছিল। এসময় ঘরের ভিতরে রবিউল, তার ছেলে রাব্বী ও ইলমা ঘুমিয়ে ছিল। রুমা রান্না বসিয়ে দিয়ে ঘরের বাহিরে টয়লেটে যায়। হঠাৎ বিকট শব্দ পেয়ে বাড়ির সকল লোকজন এগিয়ে এসে দেখে ঘরের মধ্যে আগুন। ঘরের ভেতরে তিনজনই আগুনে দ্বগ্ধ হন। পরে এলাকাবাসী রবিউল ও তার ছেলে রাব্বীকে উদ্ধার করতে পারলেও ইলমা পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাব্বীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
রবিউল মিয়া জানান, আমরা ঘুমিয়ে ছিলাম ঘরে। ঘুমের মধ্যে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে আগুন লাগে ঘরে। আমাদেরকে এলাকাবাসী উদ্ধার করতে পারলেও ইলমা ঘরের মধ্যে আটকা পড়ে আগুনে দ্বগ্ধ হয়ে মারা যায়।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হাবিবুর রহমান জানান, রাব্বীকে শরীলের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া রবিউল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন