নবীনগরে ধইঞ্চা ক্ষেতে মিলল বৃদ্ধের মরদেহ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নিখোঁজের ৫ দিন পর সানু মিয়া(৬৭) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলা বিটঘর ইউনিয়নের ঈদগাহ ময়দানের পাশে ধইঞ্চা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সানু মিয়া উপজেলার শিবপুরে চান্দর আলীর ছেলে। তিনি গত ১ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সানু মিয়া গত ১ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের পরদিন ২ সেপ্টেম্বর তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা লাশটি জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মন্তব্য লিখুন