সরাইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে আরিফুল ইসলাম (৩) নামের এক শিশু মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা সদরের উচালিয়াপাড়ায় বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি ওই এলাকার সাহের আলীর ছেলে।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নূরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বাবার সাথে বাড়ির উঠানে খেলা করছিল আরিফুল। খেলা শেষে বাবা সাহের আলী বাজারে চলে যান। বাবা চলে যাওয়ার পরও আরিফুল খেলা করছিল। ঘন্টাখানেক পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজাখুঁজির পর দুপুরে বাড়ির পাশে পুকুরে পরিবারের সদস্যরা আরিকুলের পায়ের জুতা ভেসে থাকতে দেখে সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুকুরে তল্লাশি করে মৃতদেহ উদ্ধার করে।
আপনার মন্তব্য লিখুন