নবীনগরে পাগলা শেয়ালের কামড়ে আহত-১০
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়নপুর দক্ষিণ পাড়ায় সোমবার সকালে শেয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত আ: রহিম কে (৬৪) আশংকাজনক অবস্থায় ঢাকায় ও ফিরুজা বেগম (১৭), আরাফাত (৫) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ ৪/৫টি পাগলা শেয়াল নারায়নপুর দক্ষিন পাড়ায় রাস্তায় লোকজনকে কামড়াতে থাকে এতে ১০ জনকে আহত করে।
এ বিষয়ে ৭ নং ওয়ার্ড কমিশনার কবির হোসেন বলেন, সকাল ৮টার দিকে পাগলা শেয়ালগুলো সড়কে চলাচলের সময় মানুষকে কামড়াতে থাকে। এতে ১০ জন আহত হয়েছে পরে এলাকাবাসি ২টি শেয়ালকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেছে।
আপনার মন্তব্য লিখুন