২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস ও জামাত শিবিরের কর্মকান্ডের বিরুদ্ধে র‌্যালি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস ও জামাত শিবিরের কর্মকান্ডের বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২সেপ্টেম্বর) বাদ মাগরিব উপজেলার কালিকচ্ছ বাজারে উক্ত র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ছলিম উদ্দিন ও মোহাম্মদ মাসুদের নেতৃত্বে কালিকচ্ছ -নোয়াগাওঁ এলাকার সকল শ্রেণি পেশার লোকজনের অংশ গ্রহনে র‌্যালিটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

পরে কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আমির আলীর সভাপতিত্বে ও সরাইল উপজেলা জমিয়তে উলামা ইসলামের সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিছ মো: খানের সঞ্চালনায় কালিকচ্ছ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ছলিম উদ্দিন, সহ-সভাপতি হাজী মো: মজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আবুল কাসেম তালুকদার, কালিকচ্ছ-নোয়াগাওঁ ওলামা ঐক্যপরিষদের সহ-সভাপতি আল্লামা আজিজুল ইসলাম জালালী, সাধারণ সম্পাদক মাওলানা মারুফ খান জাহেদী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম জাবেদ, বিশিষ্ট সমাজ সেবক আলী জান, মাওলানা বেলাল উদ্দিন সায়েফী, মাওলানা মামুনুর রশিদ, মাওলনা জসিম উদ্দিন আরেজী, হাফেজ মাওলানা আব্দুল মান্নান, হাফেজ মো: বশির উল্লাহ মেম্বার প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন