নবীনগরে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৫ পূর্বাহ্ণ , ২ সেপ্টেম্বর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত হয়েছে। নবীনগর বড় বাজার স্থানীয় বিএনপির কার্য্যালয়ে উক্ত প্রতিষ্ঠাবার্ষীকির আলোচনা সভায় সভাপতিত্ব করেন. নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক. জেলা বিএনপির সদস্য. ভিপি ওবায়দুল হক লিটন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাদেকুল হক সাদির, মোঃ হুমায়ূন কবীর, মুক্তিযোদ্ধা আঃ আউয়াল .শফিকুল ইসলাম কনুমিয়া. ওমর ফারুক.আনোয়ার হোসেন বাবুল.হাসিবুল হাদিস শাহীন.নুরুল আলম নুরু.হাজী বাবুল.কামরুজ্জামান আপন.নজরুল ইসলাম. ইকবাল. মোল্লা ওমর. আরিফুল হক প্রমূখ। এসময় আলোচনা সভায় বক্তাগন দেশনেত্রী বেগম খালেদাজিয়া.এবং তারেক রহমানের নেত্রীত্বে নিরপেহ্ম সরকারের অধিনে জাতীয় নির্বাচনের অঙ্গীকার ব্যাক্ত করেন। খালেদাজিয়ার অভিলম্বে নিঃশর্ত মুক্তিচেয়ে সভা সমাপ্ত ঘোষনা করেন।
আপনার মন্তব্য লিখুন