ধর্ম যার যার উৎসব সবার-বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ , ২ সেপ্টেম্বর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নাসিরনগর প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এখানে সকলে একত্রে মিলেমিশে ধর্মীয় উৎসব উদযাপন করে। তাই ধর্ম যার যার উৎসব সবার। জননেত্রী শেখ হাসিনার সরকার এই বিষয়টি সবসময় গুরুত্ব দিয়ে থাকে।
আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় গৌর মন্দির প্রাঙ্গনে গৌরমন্দির কমিটির সভাপতি সুশেন দাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রভাষক নির্মল চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,হিন্দু ধর্মীয় নেতা কাজল জ্যোতি দত্ত,হরিপদ পোদ্দার,আওয়ামীলীগ নেতা লতিফ হোসেন,অরুণ জ্যোতি ভট্রাচার্য,মৎস্য জীবী নেতা সমীর দাস,পরিমল চন্দ্র দাস।
সভা শেষে শান্তির ঐক্য সম্প্রীতির ব্যানার নিয়ে গৌরমন্দির থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থীর অংশগ্রহনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।উক্ত শোভাযাত্রার উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
অন্যদিকে থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর জানান পুলিশ শান্তিপূর্ণভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
আপনার মন্তব্য লিখুন