তিতাসে নৌকা বাইচ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ , ২ সেপ্টেম্বর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাশ ঘেঁষা তিতাস নদীর দুই তীরে হাজারো জনতার ঢল। নদীর পশ্চিম তীরে অবস্থিত শহরের উঁচু দালানসহ বিভিন্ন স্থাপনার ছাদে জনতার বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। নদীর কিনারে নৌকায় করে শত শত মানুষের অবস্থান।
এমনি এক আনন্দঘন পরিবেশে বাইচের নৌকার ছলাৎ ছলাৎ শব্দের তালে শান্ত তিতাস নদীতে উল্লাসে ফেটে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ।
জেলা প্রশাসনের উদ্যোগ এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এর সহায়তায় শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে তিতাস নদীতে উৎসবমূখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন এলাকা থেকে নৌকা বাইচে ১০ টি নৌকা অংশ নেয়। বেলা সাড়ে তিনটায় শহরের শিমরাইলকান্দি শশ্মান ঘাট এলাকায় প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
শিমরাইলকান্দি শশ্মান ঘাট থেকে বাইচ শুরু হয়ে শহরের মেড্ডা কালা গাজীর মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিজয়ী নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির দলকে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর তুলে দেন।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ইখতিয়ারপুর গ্রামের সারোয়ার চেয়ারম্যানের দল ও তৃতীয় স্থান অধিকার করেন একই উপজেলার বুল্লা গ্রামের দল।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর মো. মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন থান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. তৌফিকুর রহমান তপু, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন