২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

কসবায় ডাকাতিকালে ২ ডাকাত আটক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৫৫ পূর্বাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোবারক হোসেন চৌধুরী নাছির : কসবা উপজেলার কাঠেরপুল-পানিয়ারূপ সড়কে গতকাল সোমবার রাতে ডাকাতিকালে ২ ডাকাতকে আটক করে স্থানীয় জনতা। রানিয়ারা সেতুর পাশে সিএনজি চালিত অটোরিক্সা থামিয়ে ডাকাতি করার চেষ্টাকালে যাত্রীদের আর্তচিৎকারে গ্রামবাসী ২ জন ডাকাতকে আটক করে। এ সময় ৬/৭জন ডাকাত পালিয়ে যায়।

জানা যায়; গতকাল সোমবার (২৭ আগস্ট) রাত ৮টায় ওই সড়কে একটি সিএনজি চালিত আটোরিক্সাকে গতিরোধ করে ৮/১০ জনের একটি ডাকাতদল। অটোরিক্সায় থাকা আমাদের সময়ের স্টাফ আবদুল জলিল ও তার পরিবারসহ যাত্রীদের মারধোর করে। যাত্রীদের চিৎকারে পাশ্ববর্তি গ্রামগুলো থেকে জনতা ধাওয়া দিয়ে দু’জন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরা হলো; কুটি গ্রামের নাজমুল (২২) ও সাজ্জাত (২৩)।

বিলঘর গ্রামের কুটি ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, কসবা থানা পুলিশকে ওই সময় বার বার ফোন দেয়া সত্ত্বেও তারা (পুলিশ) ফোনটি ধরেনি। পরে রাত সাড়ে আটটায় কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান ও কমিউনিটি পুলিশিং সভাপতি শফিকুল ইসলাম ভুইয়া এসপি সার্কেল আবদুল করিমকে জানালে রাত সাড়ে নয়টায় কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। পরে সাব-ইন্সপেক্টর কামাল ধৃত ২ ডাকাতকে থানায় নিয়ে আসে।

আবদুল জলিল জানান, সিএনজি যোগে যাওয়ার পথে রানিয়ারা ব্রীজের নিকট ডাকাতদল সিএনজির গতিরোধ করে ডাকাতির চেষ্টা করলে চিৎকার শুরু করি। স্থানীয় জনতা ছুটে এসে আটক করে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন