পুঠিয়ায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ , ৩১ আগস্ট ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহামদ উল্লাসহ চার জামায়াত নেতাকে আজ শুক্রবার ভোররাতে তাঁদের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তাঁরা নাশকতার পুরোনো মামলার পলাতক আসামি।
বাকি তিন আসামি হলেন, জামায়াতকর্মী হুমায়ুন কবির, শামীম রেজা ও আশরাফুল ইসলাম। তাঁদের মধ্যে, আশরাফুল উপজেলা শিবিরের সাবেক সভাপতি। গ্রেপ্তার আহামদ উল্লার বাড়ি পুঠিয়া উপজেলার সরগাছি গ্রামে। আশরাফুল ও হুমায়ুনের বাড়ি উপজেলার কান্দ্রা গ্রামে। শামীমের বাড়ি জিওপাড়া গ্রামে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জামায়াত নেতাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন