৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার সহায়তা কামনায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৩৬ পূর্বাহ্ণ , ৩০ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া একটি ঐতিহ্যবাহী জনপদ। এ জেলার অনেক ঐতিহ্যের অন্যতম হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা যা যুগ যুগ ধরে এখানে চলে আসছে। মধ্যে এ প্রতিযোগিতা বন্ধ হয়ে গেলেও বর্তমান সরকারের আমলে পুনরায় চালু হয়েছে। যা হাজার হাজার মানুষ উৎসবমুখরভাবে উপভোগ করে। এ ঐতিহ্য ধরে রাখতে ও সফলভাবে সম্পূর্ণ করতে মিডিয়া কর্মীদের প্রত্যেক্ষ ও পরোক্ষ সহযোগিতা প্রয়োজন। মিডিয়াকর্মীরা সব সময় বিভিন্ন আন্তরিকভাবে সহযোগিতা করে থাকে।

এজন্য মিডিয়াকর্মীদের ধন্যবাদ জানিয়ে আগামী ১ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় সহায়তা কামনা করেন। গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৮ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় নৌকা বাইচ নিয়ে কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজরুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি, এটিএন নিউজের ব্যুরোচীফ পিযুষ কান্তি আচার্য্য, সময় টিভির ব্যুরো প্রধান উজ্বল চক্রবর্তী, প্রেসক্লাবের কার্যকরী সদস্য মজিবুর রহমান খান ও বাংলা নিউজের পরশ মিয়া।

উল্লেখ্য, আগামী ১লা সেপ্টেম্বর তিতাস নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন