আফগান প্রিমিয়ার লিগে তামিম ইকবাল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৪ পূর্বাহ্ণ , ৩০ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
স্পোর্টস ডেস্ক : আফগানদের শাপাগিজা নামের একটি টি২০ ক্রিকেট লিগ আগেই ছিল। এবার নিজেদের আরও একটি টি২০ টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে তারা। শাপাগিজার চেয়েও বড় পরিসরে শুরু করবে টি২০ লিগটি। আর তাতে গেইল, ম্যাককালামদের সঙ্গে থাকবেন তামিমও।
বুধবার জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে লিগের লোগো উন্মোচিত হয়েছে। এই লিগে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, শহিদ আফ্রিদিরা খেলবেন বলে নিশ্চিত করা হয়েছে। থাকছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবালও। আফগানিস্তানের পাঁচটি অঞ্চলের প্রতিনিধি হিসেবে এই টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল।
প্রথম আসর শুরু হবে আগামী ৫ অক্টোবর। ২৩ ম্যাচের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। টুর্নামেন্টের প্লেয়ারস ড্রাফট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।
টুর্নামেন্টের অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান স্নাইজার স্পোর্টসের প্রধান নির্বাহী আশিষ শেঠি বলেন, ‘টি২০ ফরম্যাটের বেশ কিছু জনপ্রিয় নাম ইতিমধ্যেই আমাদের লিগে নাম লিখিয়েছে। তাদের মধ্যে আছেন ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাককালাম, তামিম ইকবাল, থিসারা পেরেরা, ইমরান তাহিররা। এ ছাড়া আমাদের ক্রিকেটাররাতো খেলবেনই। আমরা এই লিগকে তরুণ ক্রিকেটারদের জন্য একটা প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।’
অনুষ্ঠানের আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শফিকউল্লাহ স্টানিকজাই বলেন, ‘খুব অল্প সময়ে আমরা ক্রিকেট নিজেদের একটা পরিচয় প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা টেস্ট মর্যাদা পেয়েছি, পূর্ণ সদস্যপদ পেয়েছি। এবার আমরা নিজেদের একটা লিগকে সামনে আনতে যাচ্ছি। এই লিগের প্রতিদ্বন্দ্বিতা দর্শকরা দারুণ উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’
আপনার মন্তব্য লিখুন