আখাউড়ায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪৫ পূর্বাহ্ণ , ৩০ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় পানিতে ডুবে লিমন (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে আখাউড়া-ঢাকা রেলপথের কুমারপাড়া কলোনীর পশ্চিমে তিতাস নদীতে এ ঘটনা ঘটে। নিহত লিমন কুমার পাড়া কলোনীর প্রবাসী আমিনুল ইসলামের পুত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, লিমন তার কয়েকজন বন্ধুর সাথে রেললাইনের দক্ষিণে তিতাস নদীতে গোসল করতে যায়। ওর বন্ধুরা ওকে বেশি দূর যেতে মানা করলেও সে একটি ফুটবল বুকে চেপে দূরে চলে যায়। হঠাৎ ফুটবলটি ছুটে যায়। সে বলটি ধরার জন্য চেস্টা করে। কিন্তু বলটি ধরতে পারে নি। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তার সহপাঠীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন জাল ফেলে লিমনের লাশ উদ্ধার করে।
লিমনের সহপাঠী রায়হান জানায়, লিমনসহ কয়েজন বন্ধু গোসল করতে গিয়েছিল। গোসল করার পর অন্যরা উঠে গেলেও লিমন ফুটবল নিয়ে অনেক দূরে চলে যায়। পরে সে পানিতে ডুবে যায়। লিমন ভালো করে সাতার জানতো না।
আপনার মন্তব্য লিখুন