শহিদুল আলমের মুক্তি চাইলেন টিউলিপ সিদ্দিক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ , ২৯ আগস্ট ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া টাইমস ডেস্ক : কারান্তরীণ আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তিনি বলেছেন, শহিদুল আলমের আটক থাকা ‘খুবই উদ্বেগজনক এবং অবিলম্বে এ পরিস্থিতির ইতি ঘটা উচিত।’ গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের দ্য টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
টিউলিপ সিদ্দিক বলেছেন, ‘বাংলাদেশকে তার নিজের নাগরিকদের বিচারের জন্য আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে হবে। আশা করি, আমাদের (ব্রিটেনের) পররাষ্ট্র দপ্তর বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশের কাছে এ ব্যাপারে দৃঢ় বার্তা পাঠাবে।’
দ্য টাইমস বলছে, ব্রিটেনে বসবাসের অনুমতি রয়েছে শহিদুলের। ব্রিটেন, আমেরিকা, ফ্রান্সসহ অনেক দেশে তার চিত্রপ্রদর্শনী হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের অনেকেই শহিদুলের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন। এর আগে শহিদুলের কারামুক্তির আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী থেকে শুরু করে চলচ্চিত্র পরিচালক, অভিনেত্রী, শিল্পী, লেখক ও প্রভাবশালী ব্যবসায়ীরা।
আপনার মন্তব্য লিখুন