মিয়ানমার সেনাপ্রধানের অ্যাকাউন্ট মুছে ফেলছে ফেসবুক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ , ২৯ আগস্ট ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হলাইংসহ দেশটির ২০ ব্যাক্তি ও প্রতিষ্ঠানের ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। খবর টাইমস অব ইন্ডিয়ার
শুধু ফেসবুক অ্যাকাউন্টই নয়, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলবে প্রতিষ্ঠানটি। বিদ্বেষমূলক এবং মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার এক ব্লগ পোস্টে ফেসবুক জানায়, ‘সিনিয়র জেনারেল মিন অং হলাইংসহ মিয়ানমারের ২০ জন ব্যক্তি ও সংগঠন এবং সেনাবাহিনী পরিচালিত মাইওয়াডি টেলিভিশন নেটওয়ার্ককে আমরা ফেসবুকে নিষিদ্ধ করতে যাচ্ছি।’
আপনার মন্তব্য লিখুন