ঈদের ছুটি শেষে ফের আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ , ২৯ আগস্ট ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আখাউড়া প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিনের ছুটি শেষে ফের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ আগস্ট) সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।
আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রজিব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেেন।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছিল।
তবে ছুটিতে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
আপনার মন্তব্য লিখুন