বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করল রবি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৯ পূর্বাহ্ণ , ২৭ আগস্ট ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবির চুক্তি ছিল ২০১৯ সালের জুন পর্যন্ত। কিন্তু তার ১০ মাস আগেই বিসিবির সঙ্গে স্পন্সরশিপ চুক্তি বাতিল করল রবি। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি ক্রিকেট বোর্ডের কর্তারা।
চুক্তির কিছু বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে টানাপড়েন চলছিল। এসব নিয়ে উভয় পক্ষ আলোচনায়ও বসেছিল। তাতেও সুরাহা হয়নি। যে কারণে শেষ পর্যন্ত চুক্তি বাতিলের মতো কঠিন সিদ্ধান্ত নেয় রবি।
এক বিবৃতিতে মোবাইল অপারেটর কোম্পানিটি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলমান পৃষ্ঠপোষকতা বিষয়ক চুক্তিটি প্রাসঙ্গিকতা হারানোয় দেশের ক্রিকেটের গৌরবোজ্জ্বল এ মুহূর্তে ভারাক্রান্ত হৃদয়ে দায়িত্ব থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। তবে বাংলাশে ক্রিকেটের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভিন্ন পরিসরে দলের পাশে দাঁড়ানোর সুযোগ পেলে আমরা কৃতার্থ থাকব।
২০১৫ সালে প্রথম দফায় রবির সঙ্গে চুক্তি হয় বিসিবির। গত বছর মে মাসে আবারও দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয় তারা।
আপনার মন্তব্য লিখুন