কসবা শহরকে পরিস্কার ও পরিচ্ছন্নতায় “আমার আমাদের কসবা” সামাজিক সংগঠন
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ , ২৭ আগস্ট ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোবারক হোসেন চৌধুরী নাছির : ব্রাহ্মণবাড়িয়ার কসবায়“আমার আমাদের কসবা” সামাজিক সংগঠনের উদ্যোগে পরিস্কার,শান্তি এবং সমৃদ্ধিকে সামনে নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পদযাত্রা রোববার দুপুরে শুরু করেন সংগঠনটি।
কসবা পৌরসভা চত্বর থেকে শুরু করে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় রাস্তায় গিয়ে পরিস্কার অভিযান সমাপ্ত ঘটে। শহর পরিস্কার ও পরিচ্ছন্ন অভিযানে সংগঠনের সদস্যসহ সাংবাদিক,জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম আপনের সভাপতিত্বে পরিস্কার অভিযানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরী নাছির।
বক্তব্য রাখেন, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হেসেন চৌধুরী নাছির। এই সময় পৌর কাউন্সিলর আবু ছায়েদ,পৌর কাউন্সিলর হেলাল সরকার, পৌর কাউন্সিলর রগু মিয়াসহ সংগঠনের সদস্য নাবির চৌধুরী,হ্নদয় হাসান,তাজবিউল আলম,একতেমাদ নিশাতসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থী বৃন্দ। উক্ত সংগঠনটি সমাজের বিভিন্ন উন্নয়নে অংশ গ্রহণসহ সেবামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে শপথ বাক্য পাঠ করা হয়।
আপনার মন্তব্য লিখুন