গলফপ্রেমী শেয়াল
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ , ২৬ আগস্ট ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আন্তর্জাতিক ডেস্ক : ফুটবল, ক্রিকেট, গলফ্- যে খেলাই হোক না কেন দর্শক না থাকলে খেলার মজাই ম্লান হয়ে যায়। আবার দর্শক সারিতে বসলেও কারও কারও যে খেলোয়াড়দের দলে মিশে যেতে ইচ্ছে করে না তা নয়। সম্ভবত এমন কিছুই ইচ্ছে করেছিল এক শেয়াল দর্শকের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এ্কটি ভিডিও দেখে এমনটিই ধারণা করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের পশ্চিম স্প্রিংফিল্ড অঞ্চলে। স্প্রিংফিল্ড কান্ট্রি ক্লাব থেকে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, হাঙ্ক ডাউনি নামের এক গলফ্ খেলোয়াড় তার বন্ধুদের নিয়ে মাঠে গলফ খেলছিলেন। মাঠের একদিকে বসে দুটি শেয়াল সেই খেলা উপভোগ করছিল। কিছুক্ষণ পর ডাউনি বল মারতেই একটি শেয়াল দৌড়ে আসে। বলটি মাটিতে পড়তেই সেটি মুখে নিয়ে পালিয়ে যায়।
এই প্রসঙ্গে ডাউনি বলেন, ‘গরমের সময় শেয়ালগুলো গলফ্ মাঠের আশেপাশে দেখা যায়। আমি এর আগে গলফ্ খেলার সময় একসঙ্গে পাঁচটি শেয়াল বসে থাকতে দেখেছি। অনেকের কাছে শুনেছি, শেয়ালগুলো প্রায়ই এভাবে গলফ্ বল চুরি করে নিয়ে যায়।’
বল চুরি যাওয়ার কারণে খেলায় কিছুটা ছন্দপতন ঘটলেও বন্ধুদের সঙ্গে ডাউনির খেলা বন্ধ হয়নি সেদিন। কিছুক্ষণ পর তারা আবার নতুন বল নিয়ে খেলা শুরু করেন।
বল চুরি করে পালানো শেয়ালের সেই ভিডি দেখে অনেকেই মজা পেয়েছেন। একজন মন্তব্য করেছেন, শেয়ালের এমন কাণ্ড খেলায় নতুন মজা যোগ করেছে। আরেকজন ঘটনাটি দারুণ আনন্দদায়ক বলে উ্ল্লেখ করেছেন। সূত্র: এনডিটিভি
আপনার মন্তব্য লিখুন