ঢাকাস্থ ফরদাবাদ মৈত্রী সমিতির যাত্রা শুরু, ইউসুফ আহ্বায়ক-নূরুজ্জামান সদস সচিব
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ , ২৩ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
বাঞ্ছারামপুর প্রতিনিধি : মানুষ মানুষের জন্য, মানুষ মানবতার জন্য- এ শ্লোগানকে সামনে রেখে ‘ঢাকাস্থ ফরদাবাদ মৈত্রী সমিতি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলাস্থ ফরদাবাদ গ্রামের দেশে-বিদেশে অবস্থানরত এবং ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে যোগাযোগ করে গত ২২ জুন ঢাকার এফডিসি’র মোড় সংলগ্ন হাতিরঝিলে সম্পূর্ণ অরাজনৈতিক এ সমিতির ঘোষণা দেওয়া হয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপলাইড কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান, বর্তমান সিন্ডিকেট সদস্য এবং শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞাকে আহ্বায়ক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ড. মোহাম্মদ নূরুজ্জামানকে সদস-সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠন শেষে আহ্বায়ক অধ্যাপক ড. ইউসুফ মিঞা বলেন, শিকড়ের সন্ধানে ফরদাবাদ গ্রামের সেবায় যারা এগিয়ে আসতে প্রস্তুত মূলত তাঁদেরকে নিয়েই এ সংগঠনটি তৈরী করা হয়।
আপনার মন্তব্য লিখুন