আখাউড়া ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ , ২০ আগস্ট ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। এই তথ্যের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পরিচালক সিনিঃ এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৯/০৮/২০১৮ ইং তারিখ ০৫.০০ ঘটিকায় বি-বাড়িয়া জেলার আখাউড়া থানাধীন আজমপুর(পূর্বপাড়া) গ্রামস্থ জনৈক আমির হোসেন এর বসতি বাড়িতে দক্ষিণ মূখি ঘরের সামনে অভিযান পরিচালনা করে ১। মোঃ রাসেল মিয়া (২০), পিতা- মোঃ আমির হোসেন, ২। মোঃ আমির হোসেন(৬০), পিতা-মৃত নূরু মিয়া, উভয় সাং- আজমপুর (পূর্বপাড়া), থানা-আখাউড়া, জেলা- বি-বাড়িয়া’কে আটক করেন। ধৃত আসামীদ্বয়ের বসতি ঘর তল্লাশী করে ১৫ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১৯৯০ সনের (সংশোধনী ২০০৪) এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(ক)/২৫ ধারা মোতাবেক বি-বাড়িয়া জেলার আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন