৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

লেবাননে অপহৃত বাংলাদেশি শ্রমিক উদ্ধার, গ্রেফতার ৩ ভারতীয় নাগরিক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ , ১৯ আগস্ট ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

অান্তর্জাতিক ডেস্ক: লেবাননের উপকূলীয় এলাকা জুনেহ থেকে অপহৃত ৪১ বছর বয়সী বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করার পর দেশটির পুলিশ অপহরণ চক্রের হোতা সহ ৩ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। একটি বাড়ির বাথরুম থেকে ওই বাংলাদেশি শ্রমিককে চোখ ও হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায় অপহরণকারীরা বাংলাদেশি শ্রমিককে মারধর করে মোবাইল ফোনের মাধ্যমে তার বান্ধবীর কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিলো। মুক্তিপণ না পেলে তারা তাকে মেরে ফেলার হুমকি দেয়। তবে পুলিশ কারো পরিচয় বিস্তারিত কিছু জানায়নি। আরব নিউজ

কার্ফহাবাব এলাকা থেকে গ্রেফতারকৃত ৩ ভারতীয় নাগরিকের দু’জনের বয়স ৩১ ও আরেকজনের বয়স ৩৩ বছর যিনি অপহরণ দলের নেতা। দীর্ঘদিন ধরে তারা প্রবাসীদের অপহরণের সংগে জড়িত। পুলিশ অপহরণে ব্যবহৃত যানবাহনটি উদ্ধার করেছে। গ্রেফতারকৃতদের লেবনাননের আইনে বিচার হবে।

জেনারেল কনফেডারেশন অব লেবানিজ ওয়ার্কার্স-এর সভাপতি বেচারা আসমার জানান, লেবাননে দুই লাখ বাংলাদেশি ও ভারতীয় নাগরিক রয়েছে। জুনেহ, দোরা ও তাইয়ুনা এলাকায় এদের বসবাস। পেট্রোল স্টেশন, সুপারমার্কেট, পার্ক ও ভাসমান ব্যবসা ছাড়াও এমব্রয়ডারি, কাঠ মিস্ত্রি ও এ্যালুমিনিয়াম শিল্পে কাজ করে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন