২রা জুন, ২০২৩ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

অসহায় দারিদ্র কুদ্দুস মিয়ার পাশে দাঁড়ালেন নাসিরনগর ইউএনও

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ , ১৯ আগস্ট ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

নাসিরনগর সংবাদদাত: মানুষ মানুষের জন্য। উপজেলা নিবার্হী কর্মকর্তা মাউসদ পারভেজ মজুমদার এমনি মনের একজন মানুষ।তিনি খবর পেয়েই অসহায় দারিদ্রতার সংগ্রামী কুদ্দুস মিয়ার পাশে সাহায্যের হাত নিয়ে দাঁড়ালেন।

অভাব অনটন ও দারিদ্রতা ছিল কুদ্দুস মিয়ার নিত্য সঙ্গী।আজ বৃহস্পতিবার সকালে ইউএনও কার্যালয়ে আসলে তার খোজ-খবর নেন পরে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের অসহায় দরিদ্র কুদ্দুস মিয়াকে উপজেলা ভিক্ষুক মুক্তকরণ তহবিল থেকে চা-চিনি,চায়ের সরঞ্জামসহ চা বিক্রির জন্য নগদ দুই হাজার টাকা পুঁজি প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মাউসদ পারভেজ মজুমদার । এসময় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন,থানার অফিসার ইনচার্জ তদন্ত রঞ্জন কুমার ঘোষ,ইত্তেফাক ও বিটিভির জেলা প্রতিনিধি মোঃ আরজু মিয়া,প্রধান শিক্ষক মো: আবদুর রহিম উপস্থিত ছিলেন । যাতে করে দরিদ্র কুদ্দুস মিয়া উক্ত ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আত্মনির্ভশীল ও লাভবান হন।

শ্রীঘর গ্রামের অসহায় দরিদ্র কুদ্দুস মিয়া ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান,স্ত্রী-চার কন্যা নিয়ে একটি জীর্ণ ঘরে বসবাস করেন।তার একটি ভাঙ্গা ঘর ছাড়া আর কিছুই নেই। খুবই কষ্টে দিন-যাপন করছেন। তার এই কষ্টে কথা শুনে হাত বাড়ালেন ইউএনও।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন