‘অজ্ঞান পার্টি’র ৫৭ সদস্যসহ গ্রেফতার ৭৯
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ , ১৮ আগস্ট ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ‘অজ্ঞান পার্টি’র ৫৭ সদস্যসহ ৭৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান রহমান।
তিনি জানান, গ্রেফতার ৭৯ জনের মধ্যে ৫৭ জন ‘অজ্ঞান পার্টি’ এবং ৮ জন জাল নোট চক্রের সদস্য। বাকিদের মধ্যে ৬ জন মাদক ব্যবসায়ী এবং ৮ জন ছিনতাইকারী।
মাসুদুর রহমান জানান, জাল নোট চক্রের ৮ জনের কাছ থেকে ৭৫ লাখ টাকার জাল নোট পাওয়া গেছে। ৬ মাদক বিক্রেতার কাছে পাওয়া গেছে ৬১ হাজার পিস ইয়াবা।
এছাড়া অভিযানে গ্রেফতার হওয়া ৮ ছিনতাইকারীর কাছে ছিনতাই হওয়া ১২টি মোবাইল সেট পাওয়া গেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আপনার মন্তব্য লিখুন