নাসিরনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ , ১৭ আগস্ট ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা,ফলের পুষ্টি দেবে নতুন মাত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার(১৬ আগষ্ট) তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে কৃষক কৃষানী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাউসদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ,থানার অফিসার ইনচার্জ তদন্ত রঞ্জন কুমার ঘোষ,উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন,দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোঃ আরজু মিয়া,সাংবাদিক সুজিত চক্রবর্তীসহ উপ-সহকারী কৃষি কর্মকতা,কৃষক/কৃষানীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মেলায় কৃষক কৃষানী ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিরতন করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করা হয়।
কৃষি ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে অল্প পরিশ্রমে অধিক ফসল কিভাবে অর্জন করা যায়,যা বিভিন্ন স্টলে এর কিছু নমুনা তুলে ধরা হয়। বৃক্ষমেলায় ফলদ ও বনজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার নার্সারীর মালিকরা অংশগ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন