ঘুষের টাকাসহ গ্রেফতার এলজিইডি প্রকৌশলী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ , ১৭ আগস্ট ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নিজস্ব প্রতিবেদক : ঘুষের টাকাসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী এহতেশামুল হককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিজ কার্যালয়ে বসে ৫০ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন তিনি। গোপন সংবাদে ওত পেতে থাকা দুদক কর্মকর্তারা ঘুষের টাকাসহ ওই কর্মকর্তাকে গ্রেফতার করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এতথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় দুদকের ঢাকা-২ অফিসের সহকারী পরিচালক ফজলুল বারী বাদী হয়ে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ গ্রহণের অভিযোগে এহতেশামুল হকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেন। শুক্রবার তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হবে। এহতেশামুলকে সোনারগাঁ থানা হাজতে রাখা হয়েছে।
সূত্র জানায়, স্থানীয় ঠিকাদার মো. মোজাম্মেল হক নারায়ণগঞ্জ থেকে কাঁচপুর হাইওয়ে-থানা-মোশারফ চেয়ারম্যানের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণে টেন্ডারে অংশ নেন। সর্বনিম্ন দরদাতা হওয়ায় তাকে রাস্তা নির্মাণে কার্যাদেশ দেওয়া হয়। এরপর এহতেশামুল নিজের জন্য ও তার বসদের জন্য ঘুষ হিসেবে এক লাখ টাকা চান। তিনি ৮০ হাজার দিতে রাজি হন।
কার্যাদেশের সময় এহতেশামুলের পীড়াপীড়িতে ৩০ হাজার টাকা ঘুষ দেওয়া হয়। তিনি যথাযথভাবে রাস্তার কাজটি সম্পন্ন করেন। পরে কাজের বিল পেশ করা হলে বাকি ৫০ হাজার টাকার জন্য চাপ দেন। এই টাকা নেওয়ার সময়ই তাকে গ্রেফতার করা হয়।
দুদকের ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১১ সদস্যের একটি টিম তাকে গ্রেফতার করে।
আপনার মন্তব্য লিখুন