৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

কমনওয়েলথ বৃত্তিপ্রাপ্তদের ব্রিফ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ , ১৭ আগস্ট ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

অনলাইন ডেস্ক : ২০১৮-২০১৯ সেশনে কমনওয়েলথ বৃত্তিপ্রাপ্ত ও ফেলোদের জন্য যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের (সিএসসি) পক্ষ থেকে ব্রিফিং অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্রিটিশ কাউন্সিলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে ৬০ জন মেধাবী কমনওয়েলথ বৃত্তিপ্রাপ্ত তরুণ ও ফেলোর অংশগ্রহণে অধিবেশন পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক এবং উচ্চশিক্ষা প্রধান (সিএসএফপি) তৌহিদুর রহমান। অধিবেশনে ১০ জন কমনওয়েলথ অ্যালামনাই উপস্থিত ছিলেন।

অধিবেশনে বৃত্তিপ্রাপ্তদের ভিসা ইস্যু করা, থাকার ব্যবস্থা, স্বাস্থ্যগত সুবিধা এবং খাবার সংক্রান্ত বিষয়ে সব তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। দেশ ও দেশের বাইরে অবদান রাখায় কমনওয়েলথ অ্যালামনাইদের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি গর্বিত বোধ করি যখন দেখি বাংলাদেশের অনেক শিক্ষার্থী সম্মানসূচক কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে যাচ্ছে। আমার প্রত্যাশা, আপনারা দেশের বাইরে সর্বোচ্চ ইতিবাচকভাবে দেশের প্রতিনিধিত্ব করবেন।’

বৃত্তিপ্রাপ্তদের অনেকেই ইতিমধ্যে প্রশিক্ষণার্থী হিসেবে কমনওয়েলথ অ্যালামনাই মেন্টরশিপ প্ল্যানে (সিএএমপি) নিবন্ধন করিয়েছেন, যার আওতায় তারা কমনওয়েথ অ্যালামনাই প্রশিক্ষকদের কাছ থেকে যুক্তরাজ্যে থাকাকালীন অ্যাকাডেমিক সহায়তা, যুক্তরাজ্যে জীবন ও পেশাদারিত্বের উন্নয়নসহ নানা বিষয়ে পরামর্শ নিতে পারবেন। বৃত্তিপ্রাপ্তদের ১০ জন প্রশিক্ষকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় যাতে তারা যুক্তরাজ্যে যাওয়ার আগে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন।

প্রশিক্ষকরা বৃত্তিপ্রাপ্তদের সঙ্গে তাদের নিজেদের বৃত্তিকালীন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন এবং বৃত্তিপ্রাপ্তরা কীভাবে কোনো প্রশ্ন নিয়ে প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা করেন। অধিবেশনে দু’জন প্রশিক্ষক গবেষণাপত্র লেখা ও একাডেমিক সাফল্য নিয়ে সংক্ষিপ্ত অধিবেশন নেন।

সিএএমপি’র অংশ হিসেবে অনেক প্রশিক্ষণার্থী তাদের প্রশিক্ষককে নানা বিষয়ে প্রশ্ন করেন, এর মধ্যে ছিল যোগাযোগ নম্বর বিনিময় এবং সামনের দিনগুলোতে বৃত্তিপ্রাপ্তদের প্রতিকূলতাগুলো নিয়ে আলোচনা। ব্রিফ অধিবেশন নিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষক সোনিয়া ইসলাম নিশা বলেন, ‘প্রশিক্ষকের সঙ্গে সরাসরি আলোচনা আমাদের জন্য উপকারী হয়েছে। এটা ভবিষ্যতে যোগাযোগকে অনেক সহজ করে তুলবে।’

অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটি’স (এসিইউ)- এর সহায়তায় বাংলাদেশে কমনওয়েলথ স্কলারশিপ ও ফেলোশিপ প্ল্যানের (সিএসএফপি) অধীনে কমনওয়েলথ বৃত্তি নিয়ে কাজ করেছে ব্রিটিশ কাউন্সিল ও ইউজিসি। কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি) যুক্তরাজ্য সরকারের পক্ষে ফেলোশিপ কর্মসূচি আয়োজন করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন