রোমান্সে মেতেছেন দুই খান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ , ১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
বিনোদন ডেস্ক : নবাগত নায়িকা মৌ খানকে নিয়ে নারায়ণগঞ্জে রোমান্সে মেতেছেন জায়েদ খান। ’প্রতিশোধের আগুন’ নামের একটি ছবির গানের শুটিংয়ে রোমান্স করতে দেখা যাচ্ছে তাদের। এম এ আসলাম পরিচালিত ছবিটিতে জায়েদ খানের নায়িকা হিসেবে দেখা যাবে মৌকে।
জায়েদ খান জানান, ছবিটির ৮০ ভাগ শুটিং শেষ। এখন চলছে গানের শুটিং। দুই বা তিন দিন শুটিং করলেই ছবিটির শুটিং শেষ হবে। কোরবানীর ঈদের পর পরই ছবিটির বাকী কাজের শুটিং শেষ হবে।
ছবিটি প্রসঙ্গে জায়েদ খান আরও বলেন, ‘অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবি হবে এটি। নাচ-গান-বিনোদন সবই আছে। ছবির গল্প ভালো। কাজও খুব গোছানো হচ্ছে। ছবিতে দর্শকরা আমাকে একটু অন্যভাবে দেখতে পাবেন।’

ছবির নায়িকা মৌ খান বলেন, ‘ প্রতিশোধের আগুন ছবিটি দারুন একটি গল্প নির্ভর ছবি। জায়েদ ভাইয়ের সঙ্গে এর আগেও একটি ছবিতে অভিনয় করেছি।যদিও ছবিটি এখনও মুক্তি পায়নি। তবে তার সঙ্গে কাজ করাটা আমার জন্য দারুন অভিজ্ঞতার। আশা করি নতুন এ ছবিটি দর্শকদের ভালো লাগবে।’
এ ছবিতে জায়েদ খান ও মৌ খান ছাড়া আরো অভিনয় করবেন, সাদেক বাচ্চু, রেবেকা, ড্যানি সিডাক প্রমুখ। ’প্রতিশোধের আগুণ’ ছবিটির আগে শফিক হাসানের পরিচালনায় ‘বাহাদুরি’ সিনেমার মাধ্যমে চিত্রনায়ক জায়েদ খান ও মৌ একসঙ্গে কাজ শুরু করেন।
আপনার মন্তব্য লিখুন