৭ই জুন, ২০২৩ ইং | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়েছিল-আখাউড়ায় আইনমন্ত্রী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ , ১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আখাউড়া  প্রতিনিধি : আইন, বিচার, ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের আইন অনুযায়ী ফাঁসি দেওয়া হবে না, তা কি করে হয়। এ নিয়ে কানাডার সঙ্গে কথা হচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় রাসেদ চৌধুরীকে আমেরিকায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল। আবার ক্ষমতায় এলে রাসেদ চৌধুরীকে ফিরিয়ে আনা হবে।

আজ মঙ্গলবার  দুপুরে ১৫ আগস্ট উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়েছিল, কারণ তার ভয় ছিল খুনিরা দেশে ফিরে তার নাম বলে দিতে পারে। জিয়াউর রহমান ৬ বছর ক্ষমতায় ছিলেন। তারপর তাকে গুলি করে হত্যা করা হয়। কেউ তার বিচার করেনি। আমরা এর বিচারের কথা বলেছি।

তিনি আরেও বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ৩২ নম্বরে তার মরদেহ ফেলে রাখা হয়েছিল। ১৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে হেলিকপ্টারে করে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল। যে দেশের জন্য দিনের পর দিন তিনি জেল খেটেছেন, এতকিছু করেছেন অথচ মৃত্যুর পর তার সঙ্গে বেইমানী করা হয়েছে।

আনিসুল হক বলেন, ডিসেম্বরের নির্বাচনে আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই আপনারা নিজ এলাকার নৌকা মার্কার প্রার্থীকে ভোট দেবেন।

আখাউড়া সড়ক বাজারে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম ভূঁইয়া প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন