ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ , ১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ধর্ম ডেস্ক : আগামী ২২ আগস্ট ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে সে ক্ষেত্রে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
মঙ্গলবার নগর ভবনে ঈদের নামাজের সার্বিক ব্যবস্থাপনা ও প্রস্তুতি সভায় এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধি ও ডিএসসিসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র জানান, আগামী ১৯ আগস্টের মধ্যে ঈদগা ময়দানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে। এরপর গণমাধ্যমকে প্রস্তুতির সার্বিক বিষয় সম্পর্কে অবহিত করা হবে।
আপনার মন্তব্য লিখুন