ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ১দিনপর কিশোরের লাশ উদ্বার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ , ১৩ আগস্ট ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ১দিনপর তিতাস নদী থেকে এক কিশেরের লাশ উদ্বার হয়েছে। নিহত কিশোরের নাম জয় ওরফে বাবু (১৬)। সে শহরের (দ:) পৈরতলা গ্রামের আরাফাত মিয়ার ছেলে।
পরিবার ও স্হানীয় সূএে জানা যায়, বাবু শনিবার তার বন্ধুদের সাথে নৌকা দিয়ে নবীনগর যাচ্ছিলো। এসময় উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর নামক স্হানে নৌকা থেকে নদীতে পড়ে যায়। নিখোঁজের পর থেকে অনেক খোঁজা-খুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়ায়নি। আজ রবিবার বেলা এগারটা দিকে রসুলপুর নামক স্হানে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্হানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
পরিবার লোকজনকে খবর দিলে তারা বাবুর লাশ সনাক্ত করে। সদর মডেল থানার (ওসি) মো: নবীর হোসেন বলেন, নদীতে নিখোঁজ হওয়া কিশোরের লাশটি ময়না তদন্তের জন্য
জেলা সদরের মর্গে আছে। বিষয়টি তদন্ত চলছে।
আপনার মন্তব্য লিখুন