ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক থেকে পড়ে ফল ব্যবসায়ী নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ , ১৩ আগস্ট ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল একটি ফল বোঝাই ট্রাক থেকে অসাবধানতা বশত নীচে পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে মহাসড়কের দূর্ঘটনায় নিহত ব্যবসায়ী হলেন সন্তোষ রায় (২৪)। সে জেলার পাশ্ববর্তী হবিগঞ্জের মাধবপুরের উপজেলার আদাঐর গ্রামের হরি রায়ের ছেলে।
পুলিশ ও প্রর্তক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ফাহাদ ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে কাঠাল বোঝাই একটি ট্রাক হঠাৎ দামালে উপরে থাকা ফল ব্যবসায়ী সাবধানতা থাকায় ছিটকে নিচে পড়ে যায়। এসময় সে মাথায় গুরুতর আঘাত পেলে দ্রুত পুলিশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: হোসেন সরকার বলেন, দূর্ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে আছে। ট্রাকটি আটক করা হয়েছে। থানায় মামলা হবে।
আপনার মন্তব্য লিখুন