নাসিরনগরে পাট পাহারা দিতে গিয়ে লাশ হলেন কৃষক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ , ১৩ আগস্ট ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রসুলপুর গ্রামে নিজের জমির পাট পাহারা দিতে গিয়ে লাশ হলেন জালাল মিয়া (৬৫)নামে এক কৃষক। আজ শনিবার সকালে পুলিশে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান,শুক্রবার রাতে রসুলপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে জালাল মিয়া রসুলপুর গ্রামের পাশ্ববর্তী কাষ্টি নদীতে নৌকায় রাখা নিজের জমির পাট পাহারা দিতে যায় । নৌকার মধ্যে নিথর দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সকালে নৌকা থেকে গলাকাটা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন কে বা কারা বৃদ্ধাটিকে গলা কেটে হত্যা করে লাশটি নৌকায় ফেলে গেছে। নাসিরনগর থানার ওসি মোঃ আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জানান,নিহতের গলার এক অংশে কাটার চিহ্ন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন